জাতিসংঘ সম্মাননায় ভূষিত হাসিনা রহমান





হাসিনা রহমানজাতিসংঘ দিবসের ‘পিপল অব একশন- কানেক্টরস বিয়ন্ড দ্য বর্ডার’ সম্মাননায় ভূষিত হলেন বাংলাদেশের হাসিনা রহমান। আগামী ৯ নভেম্বর নিউ ইয়র্কের জাতিসংঘ সদর দফতরে তাকে এই সম্মাননা দেওয়া হবে। শনিবার (৫ অক্টোবর) রোটারি ইন্টারন্যাশনাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতিসংঘ সনদ প্রস্তাবনায় সাংগঠনিকভাবে রোটারি ইন্টারন্যাশনাল ঐতিহাসিক ভূমিকা রেখেছে এবং এই সংগঠন জাতিসংঘের অন্যতম সহযোগী সংগঠন হিসেবে শান্তির লক্ষ্যে কাজ করে আসছে।
হাসিনা রহমানকে সম্মাননা প্রদানের ঘোষণায় রোটারি ইন্টারন্যাশনাল উল্লেখ করেছে, ‘বাংলাদেশে রোহিঙ্গা শিবিরে মাতৃকল্যাণ ও শিশুস্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখায় হাসিনা রহমানকে এই সম্মাননা প্রদান করা হয়েছে।’
উল্লেখ্য, জাতিসংঘের ৭৫ বছর পূর্তিতে এই দুই সংগঠনের ঐতিহাসিক মেলবন্ধনকে উদযাপন করতে আগামী ৯ নভেম্বর নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দফতরে ‘রোটারি-জাতিসংঘ দিবস’ পালন করা হবে। ‘রোটারি-জাতিসংঘ দিবস’ উপলক্ষে বিশ্বের ছয়জন মানবসেবীকে এ বছর ‘পিপল অব একশন- কানেক্টরস বিয়ন্ড দ্য বর্ডার’ সম্মাননায় ভূষিত করা হবে।
একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি চার মাস ধরে বাছাই প্রক্রিয়া শেষে রোটারি ইন্টারন্যাশনাল হাসিনা রহমানসহ ছয়জনের নাম ঘোষণা করেছে। রোটারি কার্যক্রম চালায় এমন ২০০টি দেশ থেকে তাদের নেওয়া হয়েছে। সম্মাননাপ্রাপ্ত অন্যরা হচ্ছেন, জার্মানির ড. বার্নড ফিশার, ব্রাজিলের ভ্যান্দেরলাই লিমা সান্তানা, ইন্দোনেশিয়ার এইস রবিন, তুরস্কের বংশোদ্ভূত মার্কিন নাগরিক ইলগে কারানকাক ও লেবাননের লুসিয়েনে হ্যাওয়ার্থ।