আবরার হত্যায় জড়িতদের বিচারের দাবিতে শিক্ষার্থীদের আল্টিমেটাম

বুয়েট শিক্ষার্থী আবরারকে হত্যার প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ jpg

বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যায় জড়িতদের দ্রুত চিহ্নিত করে ব্যবস্থা নিতে বুয়েট প্রশাসনকে আল্টিমেটাম দিয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও ছাত্র সংগঠনগুলো। এর প্রতিবাদ জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে বুয়েটে যান। সেখান থেকে আবারও ঢাবিতে ফিরে এসে এ আল্টিমেটাম দিয়েছেন তারা।

আজ সোমবার (৭অক্টোবর) বিকালে মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্য থেকে শুরু হয়। এরপর শিক্ষার্থীরা মিছিল নিয়ে আবরার হত্যার ঘটনাস্থল বুয়েটের শেরে বাংলা হল প্রদক্ষিণ করেন। এসময় ঢাকা বিশ্ববিদ্যালয় ও বুয়েট প্রাঙ্গণ আবরার হত্যার বিচার ও অপরাধীদের গ্রেফতারের দাবিতে প্রকম্পিত হয়ে ওঠে।  বিক্ষোভ মিছিলটি এরপর ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ঘুরে আবার টিএসসিতে এসে শেষ হয়।

বুয়েট শিক্ষার্থী আবরারকে হত্যার ঘটনায় শিক্ষার্থীদের বিক্ষোভ

এতে ঢাকা বিশ্ববিদ্যালয় সাধারণ শিক্ষার্থীরাসহ বিভিন্ন বাম সংগঠন, ছাত্রদল, বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতাকর্মীরা অংশগ্রহণ করে।

বিক্ষোভ মিছিল শেষে ডাকসুর ভিপি নুরুল হক নুর বলেন, 'আমরা আবরার হত্যায় সিসিটিভি ফুটেজ দেখে মূল হত্যাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বুয়েট প্রশাসনকে সন্ধ্যা পর্যন্ত আল্টিমেটাম দিচ্ছি। এর মধ্যে যদি হত্যাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কঠোর আন্দোলনে যাবো।'

বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি ফয়েজ উল্লাহ বলেন, 'আবরার হত্যায় জড়িত কারা তা সিসিটিভি ফুটেজে স্পষ্ট। অতি দ্রুত সময়ের মধ্যে বিচারের দাবি জানাচ্ছি। অন্যথায় সাধারণ শিক্ষার্থীদের নিয়ে কঠোর আন্দোলনে যাবো।’

সন্ধ্যায় একটি সংবাদ সম্মেলন করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করার কথা জানান তারা।