গুলশান-বনানী-মহাখালী লেকে পরিচ্ছন্নতা অভিযান



সমুদ্র, নদী এবং জলাশয়ে প্লাস্টিক এবং পলিথিনের দূষণ রোধে বিশ্বব্যাপী সচেতনতামূলক প্রচারণা চালাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন (ইউ)। এরই অংশ হিসেবে বুধবার (৯ অক্টোবর) ইউ, গুলশান সোসাইটি এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে রাজধানীর গুলশান-বনানী-মহাখালী লেকে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে হয়েছে। 

প্রায় শতাধিক স্বেচ্ছাসেবকের সমন্বয়ে ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধি দলও এই পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউরোপীয় ইউনিয়নের দূত রেনচা টিয়ারিঙ্ক, সুইডেনের রাষ্ট্রদূত সারলতা শ্লূটার, ডেনমার্কের রাষ্ট্রদূত ভিনি এসটপ পিটারসন, সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেনে হলেস্টাইন, গুলশান সোসাইটির সেক্রেটারি জেনারেল শুক্লা সারওয়াত সিরাজ, গুলশান লেক কমিটির সদস্য ইভা রহমান, শায়ান সেরাজ, জাহিদ হাসান প্রমুখ।

এসময় বক্তারা বলেন, ‘প্লাস্টিকের বর্জ্য একটা অভিশাপ। প্লাস্টিকের দূষণের কারণে দেশের নদ-নদী,জলাশয় এবং রাস্তাঘাট হুমকির মুখে পড়েছে। এজন্য সবাইকে সচেতন হতে হবে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়ন করতে হবে।’