ওজনে কারচুপির অভিযোগে ৩ পেট্রোল পাম্পকে দেড় লাখ টাকা জরিমানা

ভ্রাম্যমাণ আদালত

ওজন ও পরিমাপে কারচুপির অভিযোগে ৩টি পেট্রোল পাম্পকে মোট দেড় লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। এছাড়াও পাম্পগুলোর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। 

বুধবার (৯ অক্টোবর) বিএসটিআই এর উপপরিচালক (মেট্রোলজি) মো. রেজাউল করিম সরকার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বুধবার বিএসটিআই এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আমিমুল এহসানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত নগরীর মতিঝিল এলাকায় এই অভিযান পরিচালিত করে।

প্রতিষ্ঠানগুলো হলো মতিঝিল এলাকার মেসার্স পূবালী ফিলিং স্টেশন, মেসার্স রহমান ফিলিং অ্যান্ড সার্ভিস স্টেশন ও মেসার্স এ হাই অ্যান্ড কোং পেট্রোল পাম্প।