এলজিইডির নির্বাহী প্রকৌশলীর স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা



দুদকঅবৈধ সম্পদ অর্জনের অভিযোগে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী মো. আবদুল হাইয়ের স্ত্রী রুমা আক্তারের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের (ঢাকা-১) সহকারী পরিচালক মাহবুবুল আলম মামলাটি করেন। দুদক উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য জানান, দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(২) ও ২৭(১) ধারায় মামলাটি করা হয়।

দুদক জানায়, ২০১৮ সালের ৬ আগস্ট রুমা আক্তারকে সম্পদ বিবরণী চেয়ে নোটিশ পাঠায় দুদক। পরে ৩ সেপ্টেম্বর তিনি সম্পদ বিবরণী দাখিল করেন।

দাখিল করা সম্পদ বিবরণীতে ১ কোটি ১১ লাখ ৫৪ হাজার ৯৭৮ টাকার সম্পদের তথ্য গোপন ও ১ কোটি ৮১ লাখ ১১ হাজার ১৯১ টাকা মূল্যের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ এনেছে দুদক।