পীরগঞ্জের সাবেক সাব-রেজিস্ট্রার শামসুজ্জামানের বিরুদ্ধে দুদকের মামলা





banglanewsদাখিল করা সম্পদবিবরণীতে তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে রংপুরের পীরগঞ্জ থানার সাবেক সাব-রেজিস্ট্রার মো. শামসুজ্জামান সরদারের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুদকের সমন্বিত জেলা কার্যালয়, রংপুরে মামলাটি করেন সহকারী পরিচালক মো. জাহাঙ্গীর আলম।
শামসুজ্জামানের বর্তমান কর্মস্থল নাটোরের লালপুর।
মামলায় ১ কোটি ২৮ লাখ ২৯ হাজার ৬৮ টাকার সম্পদের তথ্য গোপন এবং ২ কোটি ৮৭ হাজার ৪০১ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।
দুদক উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য জানান, দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর ২৬ (২) ধারা ও ২৭(১) ধারায় মামলাটি দায়ের করা হয়েছে।
গত বছরের ১৪ অক্টোবর শামসুজ্জামান সম্পদবিবরণী দাখিল করেন।