অনলাইন ক্যাসিনোর মূলহোতা সেলিম প্রধান পাঁচ দিনের রিমান্ডে

সেলিম প্রধান

গুলশান থানার মানি লন্ডারিং মামলায় বাংলাদেশে অনলাইন ক্যাসিনোর মূলহোতা সেলিম প্রধান ও তার দুই সহযোগীকে পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রবিবার (১৩ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদবীর ইয়াছির আহসান চৌধুরী শুনানি শেষে এ আদেশ দেন।

অন্য দুই আসামি হলো—রোমান ও আখতারুজ্জামান।

এর আগে গত ৯ অক্টোবর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের পরিদর্শক শহিদুল ইসলাম খান। এরপর বিচারক রিমান্ড শুনানির জন্য আজ (১৩ অক্টোবর) দিন ধার্য করেছিলেন।

আদালতে সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) উপপরিদর্শক শেখ রকিবুল রহমান বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।

প্রসঙ্গত, গত ৩০ সেপ্টেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইট থেকে নামিয়ে এনে সেলিম প্রধানকে আটক করেন র‌্যাব-১ এর সদস্যরা। ১ অক্টোবর বাড়িতে দু’টি হরিণের চামড়া রাখার অপরাধে বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী সেলিমকে ছয় মাসের কারাদণ্ড দেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। ৮ অক্টোবর গুলশান থানার মাদক মামলায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান সেলিম প্রধানসহ তিন জনকে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।