নাশকতার মামলায় বিএনপি নেতা মির্জা আব্বাসসহ ৫৬ জনের বিচার শুরু





মির্জা আব্বাস (ছবি: সংগৃহীত)পুলিশের কাজে বাধা ও নাশকতার মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ ৫৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এই অভিযোগ গঠনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে আসামিদের বিরুদ্ধে বিচার শুরু হলো।
মঙ্গলবার (১৫ অক্টোবর) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। একই সঙ্গে আগামী ৩০ ডিসেম্বর সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করা হয়েছে।
রাজধানীর পল্টন থানায় দায়ের এ মামলার অন্য আসামিদের মধ্যে আছেন বিএনপির যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপির ঢাকা মহানগর দক্ষিণ শাখার সভাপতি হাবিব উন নবী খান সোহেল, মীর সরাফত আলী সফু, সুলতান সালাউদ্দিন টুকু, আজিজুল বারী হেলাল, সাইফুল ইসলাম নিরব প্রমুখ।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১২ সালের ২ অক্টোবর নেত্রকোনায় বিএনপির সমাবেশকে কেন্দ্র করে রাজধানীর পল্টন এলাকায় নাশকতামূলক কর্মকাণ্ড চালান আসামিরা। রাস্তায় পার্কিং করা গাড়িতে আগুন ধরিয়ে দেন তারা। এ ঘটনায় পল্টন থানার পুলিশ উপ-পরিদর্শক ইদ্রিস আলী মামলাটি দায়ের করেন। এরপর ২০১৩ সালের ৩১ ডিসেম্বর ৫৬ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।