তাবাখখারুল ইসলাম ফের রিমান্ডে

আবরার হত্যা মামলা

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় গ্রেফতার  বুয়েট শিক্ষার্থী খন্দকার তাবাখখারুল ইসলাম তানভীরকে ফের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (১৭  অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাকিম আবু সাঈদ শুনানি শেষে এ আদেশ দেন।


এর আগে মামলার তদন্ত কর্মকর্তা  ডিবি পুলিশের পরিদর্শক ওয়াহিদুজ্জামান সাত দিনের  রিমান্ড চেয়ে আবেদনসহ আসামিকে আদালতে হাজির করেন। এই আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক শুনানির জন্য  দিন ধার্য করেন।
গত ৮ অক্টোবর তাবাখখারুল ইসলাম তানভরের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন  ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট।

প্রসঙ্গত, গত ৬ অক্টোবর রাত তিনটার দিকে বুয়েটের শেরেবাংলা হলের সিঁড়ি থেকে আবরার ফাহাদের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে হলের ২০১১ নম্বর কক্ষে আবরারকে পিটিয়ে হত্যা করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। এ ঘটনায় ১৯ জনকে আসামি করে পর দিন চকবাজার থানায় হত্যা মামলা দায়ের করেন আবরারের বাবা। এ মামলার এজাহারভুক্ত ১৯ আসামিসহ এ পর্যন্ত ২০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন:

অন্যায়, অবিচার ও বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার থাকার শপথ