১৪১ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা-ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা





dudok-5b93f5a68df96ব্যাংক ঋণের ১৪১ কোটি ১৩ লাখ ২ হাজার টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা ও ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তারা হলেন মার্কেন্টাইল ব্যাংকের আগ্রাবাদ শাখার অবসরপ্রাপ্ত ব্যবস্থাপক ও ভাইস প্রেসিডেন্ট নন্দ দুলাল ভট্টাচার্য এবং মিশম্যাক শিপ ব্রেকিং ইন্ডাস্ট্রিজের মালিক মোহাম্মদ মিজানুর রহমান।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-১-এ মামলাটি করেন দুদকের সহকারী পরিচালক মামুনুর রশীদ চৌধুরী। দুদক উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য এই তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, দণ্ডবিধির ৪০৯, ৪২০, ৪৬২(ক), ৪৬৮, ৪৭১ ও ১০৯ এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) এবং ২০১২ সালের মানি লন্ডারিং প্রতিরোধ আইনের ৪(২) ধারায় মামলাটি দায়ের করা হয়েছে।