X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

টিএসসির কোলাহলের পাশেই নিজ রিকশায় চিরনিদ্রায় চালক

ঢাবি প্রতিনিধি
০১ জুলাই ২০২৫, ২২:৫৬আপডেট : ০১ জুলাই ২০২৫, ২২:৫৬

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, যেখানে প্রতিদিন শিক্ষার্থীদের কোলাহলে মুখর থাকে টিএসসি চত্বর। সেই চিরচেনা প্রাণবন্ত পরিবেশেই মঙ্গলবার (১ জুলাই) সন্ধ্যায় ঘটে এক হৃদয়বিদারক ঘটনা—নিজ রিকশায় শুয়ে থাকা অবস্থায় মৃত্যুবরণ করেন এক অজ্ঞাতনামা রিকশাচালক।

ঘটনাস্থল ছিল টিএসসির ডাস ক্যাফেটেরিয়ার পাশের যাত্রী ছাউনির কাছে। প্রথমে পথচারীরা তাকে ঘুমন্ত ভেবে পাশ কাটিয়ে যান। কিন্তু দীর্ঘসময় ধরে অচলাবস্থায় থাকার পর এক পথচারী তার শরীরে হাত দিলে বুঝতে পারেন, তিনি আর বেঁচে নেই। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম ও পুলিশ ঘটনাস্থলে এসে ওই রিকশাচালকের নিথর দেহ উদ্ধার করে। রাত ৯টার দিকে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৬৫ বছর। তবে তার নাম-পরিচয় এখনও শনাক্ত হয়নি বলে জানিয়েছে পুলিশ।

ঘটনার বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর বলেন, ‘আমাদের ফোর্স দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। মৃত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চলছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেকের মর্গে পাঠানো হয়েছে।’

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মিঠু ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেন।

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়। ছাত্রদলের কেন্দ্রীয় নেত্রী মানসুরা আলম একটি পোস্টে লেখেন, ‘প্রথমে সবাই ভেবেছিল রিকশাচালক ঘুমাচ্ছেন। পরে একজন পথচারী তার গায়ে হাত দিলে বোঝা যায়, তিনি আর জীবিত নেই।’ তার এই পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্র জানিয়েছে, ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তবে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, অসুস্থতাজনিত কারণেই তার মৃত্যু হয়েছে।

/এআইবি/এবি/ইউএস/
সম্পর্কিত
মুক্তিযুদ্ধ ও চব্বিশের গণঅভ্যুত্থানকে মুখোমুখি দাঁড় করানোর অপচেষ্টা প্রতিহত করা হবে: ঢাবি উপাচার্য
সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে ডাকসু নির্বাচন কমিশনের বৈঠক
আরও ১৩ জনের করোনা শনাক্ত
সর্বশেষ খবর
মেহেরপুরে রাতে সড়কে ককটেল ফাটিয়ে ডাকাতি
মেহেরপুরে রাতে সড়কে ককটেল ফাটিয়ে ডাকাতি
সিনেমা নির্মাণে সংগীত পরিচালক ইমন সাহা
সিনেমা নির্মাণে সংগীত পরিচালক ইমন সাহা
বৈষম্যবিরোধী নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ-লাঠিপেটা, আহত ১০
বৈষম্যবিরোধী নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ-লাঠিপেটা, আহত ১০
৯ কোটি টাকা অনুদান পাচ্ছে ৩২টি চলচ্চিত্র
৯ কোটি টাকা অনুদান পাচ্ছে ৩২টি চলচ্চিত্র
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক