১৫তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ ১৩,৩৪৫

এনটিআরসিএ

১৫তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা-২০১৮ এর ফল প্রকাশ করা হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন মোট ১৩ হাজার ৩৪৫ জন।

মঙ্গলবার (২২ অক্টোবর) বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যায়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এই ফল প্রকাশ করে।

এনটিআরসির বিজ্ঞপ্তিতে বলা হয়, উত্তীর্ণ পরীক্ষার্থীর মধ্যে স্কুল-২ পর্যায়ে ৭৭০ জন, স্কুল পর্যায়ে ১০ হাজার ৯৬৮ জন এবং কলেজ পর্যায়ে এক হাজার ৬০৭ জনসহ মোট ১৩ হাজার ৩৪৫ জন উত্তীর্ণ হয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরীক্ষায় অংশ নেওয়াদের মধ্যে সার্বিক পাসের হার ১০ দশমিক ৯৭ শতাংশ।

উত্তীর্ণ পরীক্ষার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ, সময় ও স্থান পরে এসএমএস ও ওয়েবসাইটের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

উল্লেখ্য, ১৫তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা গত ২৬ ও ২৭ জুলাই অনুষ্ঠিত হয়।