ব্যাংকে আছে মোটে ২ হাজার টাকা: ঘটক পাখি

গাজী আশরাফ হোসেন ওরফে ঘটক পাখি ভাই (ছবি-েইন্টারনেট থেকে নেওয়া) ব্যাংক হিসাবের তথ্য চেয়ে সংশ্লিষ্ট ব্যাংকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চিঠি দেওয়ার বিষয়টিকে ষড়যন্ত্র হিসেবে দেখছেন বর ও কনের বিয়েশাদি ঠিক করে দেওয়া ব্যবসায়ী গাজী আশরাফ হোসেন ওরফে ঘটক পাখি ভাই। সোমবার (২৮ অক্টোবর) এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি) থেকে ব্যাংকে এ সংক্রান্ত চিঠি পাঠানোর বিষয়ে জানতে চাইলে তিনি এ মন্তব্য করেন।

ব্যাংক অ্যাকাউন্টে দুই হাজার টাকার মতো আছে জানিয়ে গাজী আশরাফ হোসেন ওরফে ঘটক পাখি ভাই বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমার মনে হয় কেউ আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আমার অ্যাকাউন্ট থেকে কোনও অস্বাভাবিক লেনদেন নেই। আমার পরিবারের কারও এমন অ্যাকাউন্ট নেই। ব্যাংক তলব করে দেখুক, তারা কী পায়।’

তিনি বলেন, ‘দুটি বেসরকারি ব্যাংকে আমার দুটি অ্যাকাউন্ট আছে। সেই অ্যাকাউন্ট নম্বর আমার ওয়েবসাইটেও দেওয়া রয়েছে। এছাড়া কোনও ব্যাংকে আমার অ্যাকাউন্ট নেই। আমার ব্যাংক অ্যাকাউন্ট কেন তলব করা হলো আমি বুঝতে পারছি না।’

ঘটক পাখি ভাই বলেন, ‘আমি ৪৫ বছর ধরে মানুষের সেবা করছি। ইস্টার্ন প্লাজায় আমি আছি ৩৪ থেকে ৩৫ বছর ধরে। বর্তমানে আমার ব্যবসা মন্দা। আগে অনেক বিয়ে দিতাম, পাত্র-পাত্রী আসতো। এখন আর  তেমন আসে না। বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমের যুগে ঘটক নির্ভরতা কমেছে। তাই এখন মাসে চার থেকে পাঁচটা বিয়েও দিতে পারছি না। কোনও মাসে একটাও হয় না। বিয়ে হলে সার্ভিস চার্জ হিসেবে আমাকে ২০ থেকে ২৫ হাজার টাকা দেওয়া হয়। আমার অ্যাকাউন্টে বর্তমানে দুই হাজার টাকা আছে মনে হয়। আমি স্টাফদের বেতন দিতে পারছি না, অফিস ভাড়া দিতে পারছি না। আমার অ্যাকাউন্ট তলব করে লাভ কি?’

আরও পড়ুন: ঘটক পাখি ভাইয়ের ব্যাংক হিসাব তলব