ঢাকার হাসপাতালে বেড়েছে ডেঙ্গু রোগী, কমেছে বাইরে

ডেঙ্গু মশা

গত ২৪ ঘণ্টায় (২৮ অক্টোবর সকাল ৮টা থেকে ২৯ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২৪৮ জন, আগের দিন এই সংখ্যা ছিল ২৫১ জন। এরমধ্যে ঢাকায় নতুন রোগীর সংখ্যা  ১০৪ জন, যা গতকাল ছিল ৮৯ জন। ঢাকার বাইরে এই সংখ্যা ১৪৪ জন, যা গতকাল ছিল ১৬২ জন।

মঙ্গলবার (২৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এসব তথ্য জানিয়েছে।

কন্ট্রোলরুম আরও জানায়, এছাড়া দেশের হাসপাতালগুলোতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি রয়েছেন ৯৩৫ জন, গতকাল এই সংখ্যা ছিল ৯১৩ জন। এর মধ্যে ঢাকার ১২টি সরকারি ও স্বায়ত্তশাসিত এবং ২৯টি বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৪০৭ জন আর ঢাকার বাইরে ভর্তি আছেন ৫২৮ জন।

এবছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৫ হাজার ৬২০ জন এবং চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ৯৪ হাজার ৪৩৭ জন।

এছাড়া সরকারি হিসেবে এবছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ১০৭ জন। বিভিন্ন হাসপাতালে ২৪৮ জন রোগীর মৃত্যুর তথ্য সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) ডেথ রিভিউ কমিটিকে জানিয়েছে বিভিন্ন হাসপাতাল। এর মধ্যে ১৭১টি মৃত্যু পর্যালোচনা করে এখন পর্যন্ত ১০৭ জন ডেঙ্গুতে মারা গেছেন বলে নিশ্চিত করেছে কমিটি।