সিলিন্ডারের ত্রুটির কারণে বিস্ফোরণ!




সিলিন্ডারে ত্রুটি থাকার কারণেই রাজধানীর মিরপুরের রূপনগরে বিস্ফোরণ ঘটেছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। দায়িত্বশীল এক কর্মকর্তা বলেন, আমরা ধারণা করছি সিলিন্ডারের ত্রুটির কারণেই বিস্ফোরণ হয়েছে। তবে তদন্ত ছাড়া বিস্তারিত কিছু বলা যাবে না।

বুধবার (৩০ অক্টোবর) বেলা ৩টার দিকে রূপনগরে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় পাঁচ শিশু নিহত হয়েছে। আহত হয়েছেন বেশ কয়েকজন। নিহত পাঁচ শিশু হলো শাহিন (১০), রমজান (৮), জান্নাত (১৪), নূপুর (৭) ও ফারজানা (৬)। তাদের লাশ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

মিরপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ম্যানেজার সাংবাদিকদের বলেন, ‘আমরা বিকাল সাড়ে ৩টায় ফোন পেয়ে ঘটনাস্থলে আসি। এখানে এসে চার শিশুর মরদেহ পড়ে থাকতে দেখেছি। তাদের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করি। আরেক শিশুর লাশ স্পট থেকে তার পরিবার বস্তিতে নিয়ে যায়। আমরা সেটিও উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছি।’

তিনি আরও বলেন, ‘বেলুনের গ্যাসের সিলিন্ডারটি এসে আমরা টুকরো টুকরো অবস্থায় দেখতে পাই। যে ভ্যানটির ওপর সিলিন্ডার ছিল, সেটিও বিস্ফোরণে ভেঙে গেছে। সেগুলোর আলামত পুলিশ সংগ্রহ করেছে।’

 

আরও পড়ুন:
মিরপুরে বেলুনের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ শিশু নিহত

হঠাৎ বিস্ফোরণের পর কালো ধোঁয়ায় ছেয়ে যায় চারপাশ