ধানমন্ডির জোড়া খুনে সন্দেহভাজন সেই গৃহকর্মী আটক

151d16573f289b59897fd3eac829283a-5dbdf1e867672রাজধানীর ধানমন্ডির জোড়া খুনের সন্দেহভাজন সেই গৃহকর্মীকে আটক করা হয়েছে। তার নাম সুরভি আক্তার নাহিদা। ধানমন্ডি থানার ওসি আব্দুল লতিফ বিষয়টি নিশ্চিত করেছেন।


তিনি জানান, রবিবার (৩ অক্টোবর) রাতে পশ্চিম আগারগাঁও এলাকা থেকে স্থানীয় লোকজন সুরভিকে আটক করে। পরে শেরেবাংলানগর থানা পুলিশের হাতে তাকে তুলে দেওয়া হয়। খবর পেয়ে ধানমন্ডি থানা পুলিশ তাকে নিজেদের হেফাজতে নিয়েছে।
পুলিশের ধানমন্ডি জোনের সহকারী কমিশনার হাসিনুজ্জামান জানান, ‘সুরভি সন্দেহভাজন। আমরা তাকে জিজ্ঞাসাবাদ করছি। জিজ্ঞাসাবাদ শেষে প্রকৃত ঘটনা বলা যাবে।’
গত শুক্রবার (১ নভেম্বর) বিকালে রাজধানীর ধানমন্ডির বাসায় খুন হন আফরোজা বেগম ও তার গৃহকর্মী দিতি। বাসায় নতুন গৃহকর্মী সুরভি কাজে আসার পরই তারা খুন হন। পুলিশের ধারণা, সে এ খুনের সঙ্গে জড়িত।