‘অপশক্তির দিন শেষ, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’ শিরোনামে র‌্যাবের টিভিসির উদ্বোধন

র‌্যাবের টিভিসি

‘অপশক্তির দিন শেষ এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’ শিরোনামে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে অভিযান নিয়ে ইলেকট্রনিক মিডিয়ায় প্রচারণার জন্য ২০ সেকেন্ডের একটি টিভিসি উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এ টিভিসি’র উদ্বোধন করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, র‌্যাব ইতোমধ্যে কয়েকটি টিভিসি প্রচার করেছে এবং ‘ঢাকা অ্যাটাক’ নামে চলচ্চিত্র নির্মাণ করেছে। এর সবগুলো এতোই জনপ্রিয় হয়েছিল, তার মধ্যে জঙ্গি দমনের সময় করা একটা টিভিসি মানুষের হৃদয়ে দাগ কেটেছিল, এটা দেখলে সবাই একটু থেমে যেতো। ঠিক সেই রকমভাবে ‘গুজবে কান দেবেন না’ বলে নির্বাচনের আগে একটা প্রকাশিত হয়েছিল, দুটোই মানুষকে নাড়া দিয়েছিল।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘অপশক্তির দিন শেষ, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’এটাও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান জানিয়ে তৈরি করা। মাননীয় প্রধানমন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে যে কঠোর অবস্থানে রয়েছেন এই টিভিসি জনগণকে সেই বার্তাটি দিয়ে দেবে। এই টিভিসি একটা সুন্দর বার্তা সারা বাংলাদেশে নিয়ে যাবে, এটা আমরা বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি সেই জায়গাটিতে যেতে পারবো প্রধানমন্ত্রী এবং বঙ্গবন্ধুর স্বপ্নের জায়গাটিতে।

আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘আজ র‌্যাব যে অভিযান পরিচালনা করছে, সেটা দেশের সমস্ত জনগণের কাছে প্রশংসিত হয়েছে। শুধু প্রশংসিতই হয়নি, আলোচনাও হচ্ছে।

অনুষ্ঠানে জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তফা কামাল উদ্দীন, র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদসহ রর‌্যাবের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 


 টিভিসি দেখুন: