ঘূর্ণিঝড় ‘বুলবুল’ মোকাবিলায় সতর্কাবস্থায় ফায়ার সার্ভিস, ছুটি বাতিল

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সঘূর্ণিঝড় ‘বুলবুল’ মোকাবিলায় সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতর। সব ধরনের ছুটিও বাতিল করা হয়েছে। শনিবার (৯ নভেম্বর) বিকালে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘূর্ণিঝড় ‘বুলবুল’ আঘাত আনে সংশ্লিষ্ট সব এলাকায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীকে স্ট্যান্ডবাই রাখা হয়েছে। এজন্য ওয়াটার রেসকিউটিম, ফাস্ট এইড টিম এবং সার্চ অ্যান্ড রেসকিউটিম সংশ্লিষ্ট জেলাগুলোতে প্রস্তুত রাখা হয়েছে।

ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এর যাবতীয় খবরাখবর সংগ্রহ ও সার্বক্ষণিক যোগাযোগের জন্য ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পক্ষ থেকে চারটি স্বতন্ত্র নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে। নিয়ন্ত্রণ কক্ষ গুলোর ফোন নম্বর: ঢাকা-০২-৯৫৫৬৭৫৪, ০১৭১৩০৩৮১৮১; চট্টগ্রাম-০১৭৩০৩৩৬৬৬৬; খুলনা-০১৭৩৩০৬২২০৯ এবং বরিশাল-০১৯৮৩৮৮৬৬৭৭।