সামরিক বাহিনী কমান্ড ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক সই

সামরিক বাহিনী কমান্ড ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক সই হচ্ছে সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজ (ডিএসসিএসসি) এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। মঙ্গলবার (১২ নভেম্বর) মিরপুর সেনানিবাসে শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণার ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে এ সমঝোতা স্মারক সই হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের সহকারী তথ্য অফিসার আয়শা ছিদ্দিকা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ডিএসসিএসসি’র প্রধান প্রশিক্ষক ব্রিগেডিয়ার জেনারেল এমএম কামরুল হাসান এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ মি. এস. এন. কাইরির মধ্যে মঙ্গলবার একটি সমঝোতা স্মারক সই হয়েছে।

সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজের কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. এনায়েত উল্ল্যাহসহ উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারা। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপস্থিত ছিলেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ভিনসেন্ট চ্যাঙসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।