সিরাজগঞ্জে ৪০ মেট্রিক টন সুতা আটক

কাস্টমস বন্ড কমিশনারেট

সিরাজগঞ্জের সোহাগপুর বাজার ও তামাই গ্রামের শামিম শেখের গোডাউন থেকে ৪০ মেট্রিক টন সুতা জব্দ করেছে ঢাকা কাস্টমস বন্ড কমিশনারেট। বুধবার (১৩ নভেম্বর) এই অভিযান পরিচালনা করা হয়।

কাস্টমস বন্ড এর সহকারী কমিশনার আল আমিন এই তথ্য জানান।

তিনি জানান, সিরাজগঞ্জের সোহাগপুর বাজার ও তামাই গ্রামের শামিম শেখের গোডাউনে বিপুল পরিমাণ বন্ডেড চোরাই সুতার মজুদ পাওয়া যায়। এসব সুতা বিভিন্ন রফতানিমুখী গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠান কর্তৃক বন্ড সুবিধায় শুল্কমুক্তভাবে আমদানি করে বিদেশে রফতানির পরিবর্তে অবৈধভাবে সিরাজগঞ্জেরে সোহাগপুর বাজার ও বিভিন্ন পইকারি বাজারে বিক্রি করে দেওয়া হয়েছে।

জব্দ পণ্যের মোট মূল্য প্রায় এক কোটি পঁচিশ লাখ টাকা।

এ বিষয়ে বন্ড কমিশনার এস এম হুমায়ুন কবীর বলেন, ‘শুধু গোডাউনের মালিক বা ক্রেতা নয়, যে সব উৎস হতে চোরাই পথে অবৈধভাবে এসব পণ্য সিরাজগঞ্জে আসে, সেসব উৎস প্রতিষ্ঠান এবং এই চক্রকে বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমএ-এর সহযোগিতা নিয়ে দ্রুত আইনের আওতায় আনা হবে। দায়ী প্রতিষ্ঠানের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

অভিযানে কাস্টমস বন্ডের পাশাপাশি রাজশাহী বিভাগের পুলিশ ও রাজশাহী ভ্যাট কমিশনারেট সহায়তা করে।