বিমানে প্রতিবন্ধী যাত্রীর সঙ্গে হুইলচেয়ার অ্যাটেনডেন্টও গেলেন চট্টগ্রামে

বিমান বাংলাদেশ (ফাইল ছবি) ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শারীরিক প্রতিবন্ধী এক যাত্রীকে বিমানে তুলতে যান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একজন হুইলচেয়ার অ্যাটেনডেন্ট। পরে হুইলচেয়ার অ্যাটেনডেন্টকেই নিয়ে যাওয়া হয় চট্টগ্রামে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে। বিমানবন্দরের একাধিক সূত্র এ তথ্য জানিয়েছে।

জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৭টা ৪০ মিনিটে বিজি-৪১১ ফ্লাইটটি শাহজালাল বিমানবন্দর ছেড়ে যায়। বিমান ছাড়ার আগে ওই ফ্লাইটে শারীরিক প্রতিবন্ধী এক যাত্রীকে তুলে দিতে আসেন বিমানের হুইলচেয়ার অ্যাটেনডেন্ট আতাউর। যাত্রীকে বিমানে উঠিয়ে দেওয়ার পর আতাউরকে না নামিয়ে ডোর ক্লোজ করে দেন কেবিন ক্রু। এতে ফ্লাইটটির সঙ্গে আতাউরকে যেতে হয় চট্টগ্রামে।

এ বিষয়ে বিমানের ডেপুটি জেনারেল ম্যানেজার (অডিট) মো. জাকির বলেন, ‘ওই যাত্রীর একটি পা নেই। তাকে সহায়তা করতে হুইলচেয়ার অ্যাটেনডেন্ট আতাউর উড়োজাহাজে উঠেছেন। পরে ওই যাত্রীকে সহায়তা করতেই তিনি চট্টগ্রাম গেছেন।’