বাংলা ট্রিবিউনে সাংবাদিক মনসুরের প্রথম জানাজা অনুষ্ঠিত

মনসুর আলীবাংলা ট্রিবিউনের সাব-এডিটর (সহ-সম্পাদক) মনসুর আলীর (৩২) প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭ নভেম্বর) বাদ জোহর তার কর্মস্থল বাংলা ট্রিবিউনে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বাংলা ট্রিবিউনের সম্পাদক জুলফিকার রাসেল, নির্বাহী সম্পাদক হারুন উর রশীদ, সহকর্মী ও বন্ধু-বান্ধবসহ অনেকেই উপস্থিত ছিলেন। জানাজা শেষে তার মরদেহে শ্রদ্ধা জানানো হয়।
মনসুরের লাশ নিতে তার বাড়ি থেকে চাচা ও ছোট ভাই এসেছেন। জানাজা শেষে তাদের কাছে লাশ হস্তান্তর করা হয়। মনসুরের মরদেহ তার বাড়ি সিলেটের ফেঞ্চুগঞ্জের কোটালপাড়ায় পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
শনিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর বনশ্রীর ভাড়া বাসা থেকে মনসুর আলীর মরদেহ উদ্ধার করে পুলিশ। সুরতহাল শেষে রাত ২টার দিকে তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়।
মনসুরের মৃত্যুতে বাংলা ট্রিবিউনের প্রকাশক কাজী আনিস আহমেদ ও সম্পাদক জুলফিকার রাসেল গভীর শোক প্রকাশ করেছেন। তারা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
মনসুরের বাড়ি সিলেটের ফেঞ্চুগঞ্জের কোটালপাড়ায়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করে ঢাকায় এসে সাংবাদিকতায় যুক্ত হন। তিনি ২০১৩ সালে অর্থসূচক ডটকম-এ কাজ করার মধ্য দিয়ে সাংবাদিকতা শুরু করেন। এরপর ই-বার্তা ও টেকশহরে কিছুদিন কাজ করে দৈনিক ইত্তেফাকে যোগ দেন। ২০১৭ সালে তিনি বাংলা ট্রিবিউনে সাব-এডিটর (সহ-সম্পাদক) পদে যোগ দেন।

আরও পড়ুন: 
হার্ট অ্যাটাক থেকে মৃত্যু হতে পারে মনসুরের: চিকিৎসক

বাংলা ট্রিবিউনের সাংবাদিক মনসুর আলীর মরদেহ উদ্ধার