এক দিনে হাসপাতালে ভর্তি ১৪৩ ডেঙ্গু রোগী

10সারাদেশে গত ২৪ ঘণ্টায় (১৬ নভেম্বর সকাল ৮টা থেকে ১৭ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত) নতুন করে ডেঙ্গু আক্রান্ত ১৪৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি মাসে এ পর্যন্ত ২ হাজার ৬৮৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেন।
রবিবার (১৭ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এই তথ্য জানায়।
তাদের হিসাবে, একই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়েছেন ১৬০ জন।
কন্ট্রোল রুমের তথ্য থেকে জানা যায়, হাসপাতালে ভর্তি হওয়া ১৪৩ জনের মধ্যে ঢাকা মহানগরীতে ৪৮ জন, ঢাকার বাইরে ৯৫ জন। অপরদিকে, ছাড়পত্র নেওয়া ১৬০ জনের মধ্যে ঢাকার ভেতরে ৬৭ জন, ঢাকার বাইরে ৯৩ জন।
কন্ট্রোল রুম জানায়, সারাদেশে এই মুহূর্তে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালগুলোতে ভর্তি আছেন ৬৫৪ জন। এর মধ্যে ঢাকার ভেতরে ২৯১ জন, ঢাকার বাইরে ৩৬৩ জন।
চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৮ হাজার ৭৭৯ জন। আর চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ৯৭ হাজার ৮৭৪ জন।
এদিকে, ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৫১ জনের মৃত্যুর তথ্য সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হয়। সেখানে ১৭৯টি মৃত্যু পর্যালোচনা করে ডেথ রিভিউ কমিটি। এরপর কমিটি ১১২ জনের মৃত্যুর কারণ ডেঙ্গু বলে নিশ্চিত করেছে।