নেফ্রোলজি সম্মেলন ২৯-৩০ নভেম্বর

222কিডনি রোগের চিকিৎসার সুযোগ দেশজুড়ে সেভাবে সম্প্রসারিত হয়নি বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেন, এ রোগের বিশেষজ্ঞের সংখ্যাও কম। অথচ দেশে প্রতিবছর ৪৫ হাজার মানুষের কিডনি বিকল হচ্ছে।
সোমবার (১৮ নভেম্বর) রাজধানীতে গণস্বাস্থ্য নগর হাসপাতালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ২৯ ও ৩০ নভেম্বর ‘স্বল্প খরচে উন্নতমানের কিডনি রোগের চিকিৎসা’ শ্লোগান নিয়ে শুরু হচ্ছে নেফ্রোলজি সম্মেলন। এই সম্মেলনের আয়োজক গণস্বাস্থ্য কেন্দ্র। আয়োজক কমিটির চেয়ারম্যান ও গণস্বাস্থ্য ডায়ালাইসিস সেন্টারের প্রধান অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মামুন মোস্তাফী সম্মেলনের বিস্তারিত উপস্থাপন করেন।
ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘সামর্থ্যের মধ্যেই কিডনি রোগের সব ধরনের চিকিৎসা দিতে আমরা উদ্যোগী হয়েছি। ইতোমধ্যে ১১০ ইউনিটের গণস্বাস্থ্য কেন্দ্র ডায়ালাইসিস সেন্টার চালু করা হয়েছে, যা দেশের সবচেয়ে বড় সেন্টার।’ যশোর, সিলেট ও কক্সবাজারে নতুন হেমোডায়ালাইসিস সেন্টার চালু হতে যাচ্ছে বলে জানান তিনি।