অবকাঠামো উন্নয়নে সৌদি সশস্ত্র বাহিনী প্রধানের সঙ্গে বাংলাদেশ সেনাপ্রধানের চুক্তি সই

ARMY-LOGO-364x245

সৌদি আরবের সশস্ত্র বাহিনী প্রধান জেনারেল ফা’আদ হামেদ আল রুয়াইলি বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাজধানীতে সেনাবাহিনীর সদর দফতরে সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তারা বাংলাদেশ মিলিটারি একাডেমির আধুনিকায়ন ও অবকাঠামোগত উন্নয়নে সৌদি আরবের আর্থিক সহায়তার বিষয়ে একটি চুক্তি সই করেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কথা জানায়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পারস্পরিক কুশল বিনিময় ছাড়াও দুই দেশের সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান সুসম্পর্ক, প্রশিক্ষণসহ নানা বিষয়ে আলোচনা করেন জেনারেল ফা’আদ হামেদ আল রুয়াইলি ও জেনারেল আজিজ আহমেদ। পরে সেনাপ্রধান বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সৌদি সশস্ত্র বাহিনীর প্রধানকে ‘বাংলাদেশ আর্মি ফ্রেন্ডশিপ মেডেল’ প্রদান করেন।

জেনারেল ফা’আদ হামেদ আল রুয়াইলি এদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টার সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন। তার নেতৃত্বে ৯ সদস্যের একটি প্রতিনিধি দল ২ দিনের রাষ্ট্রীয় সফরে গতকাল বুধবার (২৭ নভেম্বর) ঢাকায় আসে।