সুস্থ আছেন স্যার ফজলে হাসান আবেদ

স্যার ফজলে হাসান আবেদ (ছবি: সংগৃহীত )স্যার ফজলে হাসান আবেদের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। শুক্রবার (২৯ নভেম্বর) ব্র্যাকের কমিউনিকেশন ও আউটরিচ বিভাগের পরিচালক মৌটুসী কবির এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, স্যার আবেদ এখন চিকিৎসকের তত্ত্বাবধানে আছেন। তার পরিবারের পক্ষ থেকে সব শুভাকাঙ্ক্ষীকে ধন্যবাদ জানানো হয়েছে।

এর আগে গত ২৭ নভেম্বর সন্ধ্যায় অসুস্থ বোধ করায় স্যার আবেদকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। তার শারীরিক পরিস্থিতি বিবেচনায় চিকিৎসকরা হাসপাতালে দর্শনার্থী সীমিত রাখতে পরামর্শ দিয়েছেন– যৌথ বিবৃতিতে এ কথা জানিয়েছিলেন ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ এবং ব্র্যাক ইন্টারন্যাশনালের নির্বাহী পরিচালক ডা. মুহাম্মাদ মুসা।

চলতি বছর স্যার আবেদ ব্র্যাকের চেয়ারম্যানের পদ থেকে অব্যাহতি নেন। সে সময় তার বয়স ছিল ৮৩ বছর। অবসরের পর তাকে প্রতিষ্ঠানটির ইমেরিটাস চেয়ার নির্বাচিত করা হয়।

স্যার আবেদ দারিদ্র্য বিমোচন ও উন্নয়নে ভূমিকা রাখায় বাংলাদেশ এবং বিশ্বের অনেকগুলো গুরুত্বপূর্ণ পুরস্কার ও সম্মাননা পেয়েছেন। সর্বশেষ চলতি বছর তিনি সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে সাউথ এশিয়ান ডায়াসপোরা অ্যাওয়ার্ড এবং শিক্ষায় ভূমিকা রাখায় ইয়াডান পুরস্কারের জন্য মনোনীত হন।