ডিএসসিসির কাউন্সিলর প্রার্থী তাজু কারাগারে

কারাগারঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে ৩২নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী তাজ উদ্দিন আহমেদ তাজুকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। এদিন বংশাল থানার একটি নাশকতা মামলার গ্রেফতারি পরোয়ানা এবং রিয়েল স্টেট আইনে একটি সিআর মামলায় (নালিশি মামলা) কারাগারে আটক রাখার আবেদন করে আদালতে হাজির করে পুলিশ। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক এ আদেশ দেন।

শুক্রবার (৩ জানুয়ারি) বিকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশেক ইমাম এ আদেশ দেন। আদালতে সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা হেলাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিকালে তাজুকে গ্রেফতার করে পুলিশ। সে সময় গ্রেফতারের বিষয়ে বংশাল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীন ফকির বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা কিছুক্ষণ আগে মতিঝিল এলাকা থেকে তাকে আটক করেছি। তার বিরুদ্ধে ১৪টি মামলা রয়েছে। এর মধ্যে, বিস্ফোরক আইনের মামলাসহ কয়েকটি মামলায় তার বিরুদ্ধে ওয়ারেন্ট রয়েছে। ওই ওয়ারেন্টের ভিত্তিতেই আমরা তাকে আটক করেছি।’

আরও পড়ুন: ডিএসসিসির কাউন্সিলর প্রার্থী তাজু আটক