ঢাকায় আন্তর্জাতিক কিরাত সম্মেলন ২৪ জানুয়ারি

কোরআন শরীফ

আগামী ২৪ জানুয়ারি (শুক্রবার) জাতীয় মসজিদ বায়তুল মোকাররম চত্বরে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক কিরাত সম্মেলন। দিনব্যাপী এ সম্মেলনে ৭টি দেশের প্রতিনিধিরা অংশ নেবেন।  বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় কুরআন তিলাওয়াত সংস্থা ইক্বরা।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্মেলনে  দেশ-বিদেশের প্রখ্যাত কারিরা কোরআন তেলোয়াত করবেন। শুদ্ধভাবে কোরআন তেলোয়াতের জন্য এ আয়োজন প্রতি বছর করে আসছে ইক্বরা। এবারের সম্মেলনে জর্ডানের প্রখ্যাত কারি শাইখ ড. সামিহ আল আসামেনাহ, মিসরের শাইখ আদিল আল বায, ইরানের কারি কারীম মানসূরি, মরক্কোর শাইখ আহমাদ আল খালদি, তুরস্কের কারি হুসাইন তুরকান, মালয়েশিয়ার কারি ওয়ান আইনুদ্দীন হিলমী এবং থাইল্যান্ডের কারি মুয়ায মুস্তফা অংশগ্রহণ করবেন।

সম্মেলনে সভাপতিত্ব করবেন ইক্বরার বর্তমান সভাপতি কারি শাইখ আহমাদ বিন ইউসুফ আল আযহারী।