মাইকেল চাকমার সন্ধান দাবি

মাইকেল চাকমার সন্ধান দাবিতে পাহাড়ি ছাত্র পরিষদের সংবাদ সম্মেলননিখোঁজের প্রায় ৯ মাসেও ইউপিডিএফ নেতা মাইকেল চাকমার খোঁজ না পাওয়ায় তার সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন করেছে পাহাড়ি ছাত্র পরিষদ। বুধবার (১৫ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তার সন্ধান দাবি করেন শিক্ষার্থীরা। পাশাপাশি তার সন্ধানে পুলিশের অসহযোগিতার অভিযোগও তোলেন তারা।

লিখিত বক্তব্যে সংগঠনটির সাধারণ সম্পাদক সুনয়ন চাকমা বলেন, মাইকেল চাকমা নিখোঁজ হওয়ার পর সরকারের পক্ষ থেকে তাকে খোঁজার বিষয়ে আশ্বাস দেওয়া হয়েছিল। এমনকি হাইকোর্টও এ বিষয়ে নির্দেশনা দেন। তবে নারায়নগঞ্জের সোনারগাঁও থানা এ বিষয়ে একটি জিডিও নেয়নি।

তিনি অভিযোগ করেন, সর্বশেষ গত বছরের ৪ নভেম্বর একটি রিট পিটিশনের প্রেক্ষিতে আদালতের নির্দেশে পুলিশ কিছুটা তৎপর হলেও এখন তাদের অবস্থান পাল্টে গেছে। হাইকোর্ট তার মোবাইলফোন লোকেশন খোঁজার নির্দেশ দিলেও পুলিশ তা করেনি।

সংবাদ সম্মেলনে পাঁচ দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো— মাইকেল চাকমা নিখোঁজের বিষয়ে সোনারগাঁও থানায় জিডি নিতে হবে, তাকে সুস্থ শরীরে নিরাপদে তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে হবে, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় গুম, খুন, ক্রসফায়ার বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে, পার্বত্য চট্টগ্রামে মুক্তবুদ্ধি ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হবে এবং পার্বত্য চট্টগ্রামে অন্যায়ভাবে ধরপাকড়-নির্যাতন বন্ধ করতে হবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন হিল উইমেন্স ফেডারেশনের সভাপতি নিরূপা চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের সাধারণ সম্পাদক জিকো ত্রিপুরা প্রমুখ।

২০১৯ সালের ৯ এপ্রিল নারায়নগঞ্জের কাঁচপুর থেকে নিখোঁজ হন মাইকেল চাকমা। এরপর থেকে তার সন্ধান পাওয়া যায়নি।