২৪ ঘণ্টায় হাসপাতালে আসেনি নতুন ডেঙ্গু রোগী




হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু রোগী (ছবি: সাজ্জাদ হোসেন)২০১৯ সালে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা রেকর্ড করার পর গত ২৪ ঘণ্টায় (১৫ জানুয়ারি সকাল ৮টা থেকে ১৬ জানুয়ারি সকাল ৮টা) হাসপাতালগুলোতে নতুন কোনও ডেঙ্গু রোগীর ভর্তির তথ্য পাওয়া যায়নি। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এ তথ্য জানিয়েছে।

কন্ট্রোল রুম জানায়, গত ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকা এবং ঢাকা মহানগরী ছাড়া ঢাকাসহ আট বিভাগে নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত কেউ হাসপাতালে ভর্তি হননি।

তবে গত ১ জানুয়ারি থেকে বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ১৫২ জন আর হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ১২৩ জন।

বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ২৯ জন ডেঙ্গু রোগী। এর মধ্যে রাজধানী ঢাকার ২৯টি বেসরকারি ও ১২টি সরকারি এবং স্বায়ত্তশাসিত হাসপাতালে ভর্তি আছেন ২৬ জন আর ঢাকা মহানগরী ছাড়া ঢাকাসহ আট বিভাগের হাসপাতালে ভর্তি আছেন তিন জন।

প্রসঙ্গত, ২০১৯ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ১৩৪৪ জন। দেশে আর কোনও একক রোগে আক্রান্ত হয়ে এতো রোগী হাসপাতালে ভর্তি হননি। এদিকে, ২০১৯ সালে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ১৬৪ জন মারা গেছেন বলে জানিয়েছে সরকারের জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। আইইডিসিআরের কাছে বিভিন্ন হাসপাতাল থেকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৬৬টি মৃত্যুর তথ্য পাঠানো হয়। তার মধ্যে ২৬৩টি ঘটনা পর্যালোচনা করে ১৬৪টি মৃত্যু ডেঙ্গুজনিত বলে নিশ্চিত করেছে ডেথ রিভিউ কমিটি।