সিটি নির্বাচনের তারিখ পরিবর্তনের ঘোষণাকে স্বাগত জানালো ঐক্য পরিষদ

হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদসরস্বতী পূজার দিন ঢাকার দুই সিটির নির্বাচন না করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ এবং ধর্মীয়-জাতিগত সংখ্যালঘু সংগঠনসমূহের জাতীয় সমন্বয় কমিটি। শনিবার (১৮ জানুয়ারি) সংগঠনের পক্ষে সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে নির্বাচনের তারিখ পেছানোর জন্য কমিশনকে ধন্যবাদ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সরস্বতী পূজার দিন নির্বাচন হবে না’ স্লোগানে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, জগন্নাথ হল ছাত্র সংসদসহ সব ছাত্র সংসদ, সব ছাত্র সংগঠন এবং সাধারণ ছাত্র সমাজ যে আন্দোলন করেছে তা বঙ্গবন্ধুর স্বপ্নের ধর্মনিরপেক্ষ রাষ্ট্র প্রতিষ্ঠার বাস্তবায়নে একটি মাইলফলক হিসেবে কাজ করবে।

বিজ্ঞপ্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, চার মেয়রপ্রার্থীসহ এ যৌক্তিক আন্দোলনে অংশগ্রহণকারী সবাইকে আন্তরিক অভিনন্দন জানানো হয়। পাশাপাশি নির্বাচনের তারিখ পরিবর্তনের দাবিতে ঘোষিত সব ধরনের আন্দোলন কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়।