প্রশান্ত হালদারের দুর্নীতি তদন্তে পিপলস লিজিংয়ের ৩ পরিচালককে তলব




এনআরবি গ্লোবাল ব্যাংক ও রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রশান্ত কুমার হালদারের দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তের অংশ হিসেবে পিপলস লিজিং অ্যান্ড ফিনানসিয়াল সার্ভিসের তিন পরিচালককে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।


তলব করা কর্মকর্তারা হলেন নিজামুল আহসান, মো. সিরাজুল ইসলাম মোল্লা ও ইউসুফ ইসমাইল।
মঙ্গলবার (২১ জানুয়ারি) তাদের তলবি নোটিশ পাঠান দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান। ২৭ ও ২৮ জানুয়ারি রাজধানীর সেগুনবাগিচায় দুদক প্রধান কার্যালয়ে তাদের হাজির হতে বলা হয়েছে।
দুদক জানায়, গত ৮ জানুয়ারি প্রশান্ত হালদারের বিরুদ্ধে মামলা করে দুদক। মামলায় তার বিরুদ্ধে পৌনে তিনশ’ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।