নির্বাচনে প্রভাব বিস্তারে ঢাকায় আনা হচ্ছে অবৈধ আগ্নেয়াস্ত্র: ডিএমপি

জব্দ করা অস্ত্র ও গুলিঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে প্রভাব বিস্তার ও সহিংসতা ছড়ানোর জন্য সীমান্তবর্তী এলাকা থেকে ঢাকায় অবৈধ আগ্নেয়াস্ত্র আনা হচ্ছে। তবে পুলিশ এ বিষয়ে তৎপর রয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ।

রবিবার (২৬ জানুয়ারি) সকালে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) আব্দুল বাতেন এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান।

এর আগে রাজধানীর লালবাগের সাহেব বাজার এলাকা থেকে আশিকুর রহমান (৩০) নামে এক যুবককে গ্রেফতার করে ডিবির দক্ষিণ টিম।

তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলি এবং একটি শ্যুটার গান ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

গ্রেফতার আশিকুর রহমান

আব্দুল বাতেন বলেন, ‘আশিকুর রহমান জিজ্ঞাসাবাদে জানায়, বেনাপোল সীমান্ত এলাকা থেকে সে এই অস্ত্রগুলো ঢাকায় নিয়ে আসে। ঢাকার সিটি নির্বাচন উপলক্ষে বিভিন্ন লোকের কাছে বিক্রির জন্য অস্ত্রগুলো সে ঢাকায় নিয়ে এসেছিল। ঢাকায় আসার সঙ্গে সঙ্গে আমরা তাকে গ্রেফতার করেছি।’

তিনি বলেন, ‘আমরা তৎপর রয়েছি, যেন নির্বাচন উপলক্ষে কেউ সহিংসতা না করতে পারে। ঢাকার বাইরের সন্ত্রাসীরা ঢাকায় আসার সঙ্গে সঙ্গে আমরা গ্রেফতার করবো। অস্ত্রসহ এলে অস্ত্রসহ গ্রেফতার করবো।’

আব্দুল বাতেন বলেন, ‘এই অস্ত্রগুলো আসন্ন সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে এলাকায় প্রভাব বিস্তার করার জন্য এবং সহিংসতা করার জন্য আনা হয়েছিল।’

তিনি জানান, আশিকুরের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।