চ্যালেঞ্জ মোকাবিলা করেই এগিয়ে যেতে হবে: আতিক

01আসন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আতিকুল ইসলাম বলেছেন, আমরা সবাই চাই একটি সুন্দর, সুস্থ, সচল, গতিময় আধুনিক ঢাকা। আমাদের অনেক চ্যালেঞ্জ রয়েছে, সেগুলো মোকাবিলা করেই এগিয়ে যেতে হবে।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
আতিক বলেন, ‘এই অপরিকল্পিত শহরে আছে যানজট, জলজট, মশার উপদ্রব, বায়ুদূষণসহ নানা চ্যালেঞ্জ। তবুও আমাদের শুরুটা করতে হবে, তাহলে শেষ হবেই। চ্যালেঞ্জগুলো নেওয়ার জন্যই নৌকার প্রার্থী হয়ে নাগরিকদের সামনে এসেছি। পদ্মা সেতু যে হবে, সেটা আমরা কখনও স্বপ্নেও ভাবিনি। কিন্তু স্বপ্নের পদ্মা সেতু আজ বাস্তবে রূপ নিচ্ছে।’
অনলাইন ট্যাক্স পদ্ধতি জোরদার করার বিষয় উল্লেখ করে আতিকুল ইসলাম বলেন, ‘‘সিটি করপোরেশনের ট্যাক্স আর ফেস টু ফেস এসে দিতে হবে না। আগামী ছয় মাসের মধ্যেই সেই কাজ আমরা শুরু করবো ইনশাআল্লাহ। ফেস টু ফেস সার্ভিস যত কমে যাবে, দুর্নীতি তত কমবে এবং আমাদের কাজের গতিও তত বাড়বে। সেই সঙ্গে নাগরিকদের ভোগান্তি, হয়রানি কমবে এবং ট্যাক্স আদায়ও বাড়বে। ‘আকাশের যত তারা, সিটি করপোরেশনের ততো ধারা’ এমন এক জুজুর ভয়ে আছে। এরকম ভোগান্তি আর থাকবে না।’’
আতিক আরও বলেন, ‘নৌকার গিয়ার একটাই, সেটা হলো ফ্রন্ট গিয়ার। আর ফ্রন্ট গিয়ার মানেই উন্নয়নের গিয়ার। নৌকা দিয়েছে স্বাধীনতা, দিয়েছে উন্নয়ন। নৌকা দেবে সুন্দর, সচল, আধুনিক ঢাকা। আগামী ১ ফেব্রুয়ারি যত বেশি মানুষ ভোট দিতে আসবে, নৌকার জয় তত বেশি হবে, ইনশাআল্লাহ।’

মতবিনিময় সভায় জাতীয় প্রেস ক্লাবের সভাপতি সাইফুল আলমসহ অন্য সাংবাদিক নেতারা এসময় উপস্থিত ছিলেন।