কোনোকিছুই আমাদের আটকাতে পারবে না: ইশরাক

নিজের ভোট প্রদানের পর ইশরাক হোসেন

পোলিং এজেন্টদের ভোটকেন্দ্রে ঢুকতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে বিএনপির মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। তিনি বলেন, ‘এখন পর্যন্ত আমরা শুনেছি যে, কয়েকটি কেন্দ্রে আমাদের পোলিং এজেন্টদের ঢুকতে দেওয়া হচ্ছে না। আমরা ম্যাজিস্ট্রেটদের অবহিত করেছি। আমি সশরীরে কেন্দ্রে কেন্দ্রে ঘুরবো। কোনোকিছুই আমাদের আটকাতে পারবে না।’

শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে রাজধানীর গোপীবাগের শহীদ শাহজাহান সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে নিজের ভোট দেন তিনি।

এরপর সাংবাদিকদের তিনি বলেন, ‘যে কোনও পরিস্থিতি মোকাবিলা করার জন্য প্রস্তুত। যদি হামলার স্বীকার হতে হয়, আহত হতে হয়, হবো। তারপরও ভোটকেন্দ্র দখলমুক্ত করে ভোটারদের নিরাপদে ভোট দেওয়ার জন্য যা যা করার দরকার করবো। বাবাকে স্মরণ করে বের হয়েছি। আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান।’

এসময় ইশরাক আরও বলেন, ‘বিভিন্ন জরিপে দেখা গেছে ধানের শীষের প্রার্থীরা ৯০ ভাগ পর্যন্ত এগিয়ে আছে। যদি সুষ্ঠুভাবে ভোট হয় এবং প্রশাসন ও নির্বাচন কমিশন নিরপেক্ষ দায়িত্ব পালন করে, আমরা বিপুল ভোটে জয়ী হবো।’

অভিযোগ করে ইশরাক হোসেন বলেন, ‘গতকাল রাতে ৩৪ নং ওয়ার্ডের আওয়ামী লীগের ইসহাক সরকার কেন্দ্র দখল করতে গেলে জনগণ প্রতিরোধ করেছে। তারা সেখানে রাতেই মেশিন ওপেন করার জন্য চাপ সৃষ্টি করে। এই ঘটনায় আমাদের একজন কর্মীর মাথা ফাটিয়ে দিয়েছে। পরে এলাকাবাসী ধাওয়া দিলে আওয়ামী সন্ত্রাসীরা পালিয়ে যায়। আমি মনে করি এটা জনগণের প্রাথমিক বিজয়।’

ক্ষোভ প্রকাশ করে তিনি আরও বলেন, ‘ভোটের আগে একজন সিনিয়র আওয়ামী লীগ নেতা কর্মীদের ভোটকেন্দ্র দখল রাখার কথা বলেছেন। এটি একটি উস্কানিমূলক কথা। ভোটের পরিবেশ নষ্ট করতে পারে এরকম মন্তব্য। এটি কোনও দায়িত্বশীল আচরণ নয়। এরপর থেকেই কয়েকটি কেন্দ্রে আমাদের কর্মীদের ওপর হামলার অভিযোগ এসেছে।’

ছবি: সাজ্জাদ হোসেন