সোমবার (১০ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শহীদ শফিউর রহমান মিলনায়তনে প্রার্থীদের নাম ঘোষণা করেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্যসচিব ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নবনির্বাচিত মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
পাশাপাশি এ প্যানেল থেকে সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন- অ্যাডভোকেট শাকিলা রৌশন ও মো. মনিরুজ্জামান, অর্থ সম্পাদক পদে অ্যাডভোকেট ড. মো. এনামুল হক এবং সহ-সম্পাদক পদে ব্যারিস্টার মো. ইমতিয়াজ ফারুক ও ব্যারিস্টার মোহাম্মদ বাকির উদ্দিন ভুঁইয়া।
এছাড়া সদস্য পদে সাত প্রার্থী হলেন- অ্যাডভোকেট মো. তারজেল হোসেন, মো. সাফায়েত হোসেন সজীব, মোহাম্মদ জগলুল কবির, মো. মশিউর রহমান, মো. হুমায়ুন কবির, মিন্টু কুমার মন্ডল ও ব্যারিস্টার মো. কামরুজ্জামান।
এর আগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে জয়ী হওয়ায় ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসকে সংবর্ধনা দেওয়া হয়। বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের যৌথ উদ্যোগে সুপ্রিম কোর্টের আইনজীবীরা তাকে ফুল দিয়ে সংবর্ধনা জানান।
এর আগে গত ৫ ফেব্রুয়ারি বিএনপি সমর্থিত আইনজীবীদের সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম (নীল প্যানেল) প্রার্থীদের নাম ঘোষণা করে। এতে সভাপতি পদে বিএনপির ভাইস চেয়ারম্যান জয়নুল আবেদীন এবং সম্পাদক পদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক কমিটির সদস্য ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলের নাম ঘোষণা করা হয়। অবশিষ্ট ১২ সদস্যের নাম এখনও ঘোষণা করা হয়নি।
প্রসঙ্গত, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদের ২০২০-২১ সেশনের নির্বাচন আগামী ১১ ও ১২ মার্চ অনুষ্ঠিত হবে। মোট ১৪টি পদে এ নির্বাচন অনুষ্ঠিত হয়ে থাকে।