X
মঙ্গলবার, ২০ মে ২০২৫
৬ জ্যৈষ্ঠ ১৪৩২

আজও শ্রম ভবনের সামনে শ্রমিকরা, দুপুরে ‘মার্চ টু যমুনা’ কর্মসূচি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ মে ২০২৫, ১১:০৯আপডেট : ২০ মে ২০২৫, ১১:০৯

রাজধানীর বিজয়নগরে আজও শ্রম ভবনের সামনে আন্দোলনরত শ্রমিকদের বাধায় কার্যালয়ে প্রবেশ করতে পারছেন না কর্মকর্তা-কর্মচারীরা। গতকাল সোমবারের (১৯ মে) মতো আজ সকাল ৯টা থেকেই শ্রম ভবনের প্রধান ফটকে অবস্থান নিয়েছেন স্টাইল ক্রাফট ও ইয়াং ওয়ান্স বিডি’র শ্রমিকরা। এদিকে বকেয়া বেতন-ভাতার দাবিতে দুপুরে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে ‘মার্চ টু যমুনা’ কর্মসূচি ঘোষণা করেছেন আন্দোলনরত টিএনজেড গ্রুপের শ্রমিকরা।

আন্দোলনরত স্টাইল ক্রাফটের শ্রমিক নেতা রাজু আহমেদ বলেন, ‘গতকাল সোমবার (১৯ মে) প্রধান উপদেষ্টার কার্যালয়ে গিয়ে আমরা স্মারকলিপি দিয়ে আসলেও কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। তাই আমরা আজও শ্রম কর্মকর্তাদের ভবনে প্রবেশ করতে দিচ্ছি না।’

তিনি জানান, তাদের ১ হাজার ৫৮ জন শ্রমিকের ১৪ মাসের বকেয়া বেতন ২০ কোটি ৮৬ লাখ টাকা ও ঈদ বোনাস পরিশোধের দাবি পুরোপুরি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।

এদিকে আরেক পোশাক কারখানা টিএনজেড-এর শ্রমিক নেতা শহীদুল ইসলাম জানান, দুপুর আড়াইটায় টিএনজেড গ্রুপের সব শ্রমিক প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে ‘মার্চ টু যমুনা’ কর্মসূচি পালন করবে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত সেখানে অবস্থান করবেন তারা।

তিনি বলেন, গত কয়েক মাস ধরেই তারা বকেয়া বেতনের দাবিতে আন্দোলন করে আসছেন।

রমজানের ঈদের আগের দিন তাদের পাওনা ১৭ কোটির স্থলে ৩ কোটি টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেন শ্রম সচিব। কিন্তু দেওয়া হয় ২ কোটি ৬৭ লাখ টাকা। তাই এবার পুরো টাকা আদায় না করে ঘরে ফিরে যাবেন না। চূড়ান্ত আন্দোলনের অংশ হিসেবে আজকের কর্মসূচি। 

/এমকে/ইউএস/
সম্পর্কিত
ড্যাপ সংশোধনের দাবিতে রাজউক ঘেরাও
নগরভবনের সামনে আন্দোলনকারীদের পানি সরবরাহ করছে ডিএসসিসি
আন্দোলনকারীদের প্রতি ইশরাকের বিশেষ অনুরোধ
সর্বশেষ খবর
আইনশৃঙ্খলা ঠিকমতো না চললে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় গরিব মানুষ
বরিশালে পরিকল্পনা উপদেষ্টাআইনশৃঙ্খলা ঠিকমতো না চললে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় গরিব মানুষ
স্টারলিংকে জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হওয়ার সুযোগ নেই: বিশেষ সহকারী
স্টারলিংকে জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হওয়ার সুযোগ নেই: বিশেষ সহকারী
গুরুত্বপূর্ণ ও সাংবিধানিক প্রশ্ন সম্পর্কিত মামলার শুনানি সরাসরি সম্প্রচার প্রশ্নে রুল
গুরুত্বপূর্ণ ও সাংবিধানিক প্রশ্ন সম্পর্কিত মামলার শুনানি সরাসরি সম্প্রচার প্রশ্নে রুল
রাজধানীর কোথাও কোথাও হালকা বৃষ্টি, কমেছে তাপমাত্রা
রাজধানীর কোথাও কোথাও হালকা বৃষ্টি, কমেছে তাপমাত্রা
সর্বাধিক পঠিত
ক্ষমা চাইলেন ইশরাক
ক্ষমা চাইলেন ইশরাক
বিনা টিকিটে বিমানে ওঠার চেষ্টা, শাহজালালে তোলপাড়
বিনা টিকিটে বিমানে ওঠার চেষ্টা, শাহজালালে তোলপাড়
টিসিবির ডিলার নিয়োগের নীতিমালা চূড়ান্ত
টিসিবির ডিলার নিয়োগের নীতিমালা চূড়ান্ত
‘হাসনাত আবদুল্লাহ বক্তব্য প্রত্যাহার না করলে কুমিল্লায় আসতে দেওয়া হবে না’
‘হাসনাত আবদুল্লাহ বক্তব্য প্রত্যাহার না করলে কুমিল্লায় আসতে দেওয়া হবে না’
সরকারি হাসপাতাল পরিচ্ছন্নের কাজ বেসরকারি খাতে দেওয়ার পরিকল্পনা 
সরকারি হাসপাতাল পরিচ্ছন্নের কাজ বেসরকারি খাতে দেওয়ার পরিকল্পনা