বইছে ফাগুন হাওয়া (ফটোস্টোরি)

বসন্ত উদযাপন উপলক্ষে নৃত্যনতুন সংশোধিত বর্ষপঞ্জিতে পহেলা ফাল্গুন ১৩ নয়, ১৪ ফেব্রুয়ারিতে। কিন্তু অনেকেই জানেন না এই পরিবর্তনের খবর। দীর্ঘদিন ধরে ইংরেজি ১৩ ফেব্রুয়ারিকে যারা পহেলা ফাল্গুন হিসেবে উদযাপন করে আসছেন, তাদের অনেকেই বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল সকাল বের হয়েছেন বাসন্তী সাজে। বসন্তের প্রধান উৎসব হয় চারুকলায়। সে অনুযায়ী চারুকলার সামনে বাসন্তী সাজে ভিড় জমে বিভিন্ন বয়সের নারী-পুরুষ ও শিশুদের। কলা ভবনের সামনে আয়োজন করা হয় সংগীত ও নৃত্যানুষ্ঠানের। আমাদের ফটোগ্রাফার নাসিরুল ইসলামের ক্যামেরায় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বসন্ত উদযাপনের চিত্র তুলে ধরা হলো।বসন্ত উপলক্ষে সংগীত পরিবেশন

বসন্ত উৎযাপন অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার

নৃত্য

ফুল দিয়ে সাজানো হয়েছে শিশুকে

সংগীত পরিবেশন করছেন শিল্পীরা

হুলুদ শাড়ি পরে বাইসাইকেলে যাচ্ছেন একজন

নৃত্য

বসন্তের অনুষ্ঠান উপভোগ করছেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতসহ দর্শকরা

নৃত্য

হলুদ শাড়ি পরে বসন্তের সাজ

বসন্ত উপলক্ষে হলুদ সাজ

বসন্ত উপলক্ষে হলুদ সাজ