ভোলায় নার্স ধর্ষণের ঘটনায় আসকের উদ্বেগ

আইন ও সালিশভোলার দৌলতখান উপজেলায় একটি বেসরকারি ক্লিনিকের নার্সকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় উদ্বেগ জানিয়েছে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক)। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ উদ্বেগ জানানো হয়।
গতকাল বুধবার (১২ ফেব্রুয়ারি) রাতে এই ধর্ষণের ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে নারী ও শিশু ধর্ষণের ঘটনা উদ্বেগজনকভাবে বেড়েছে। আসকের সংগৃহীত তথ্য অনুযায়ী গত জানুয়ারি মাসেই ৯৮টি নারী ও শিশু ধর্ষণের ঘটনা ঘটেছে। ভোলার গণধর্ষণে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনানুগ শাস্তি দেওয়ার দাবি জানানো হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে। একই সঙ্গে ধর্ষণ প্রতিরোধে সামাজিক সচেতনতা তৈরি ও প্রতিরোধ গড়ে তোলা, নারীর ক্ষমতায়ন, সমতা প্রতিষ্ঠা এবং আইনের সুষ্ঠু প্রয়োগ নিশ্চিতে ব্যবস্থা নেওয়ার দাবিও জানানো হয়েছে এতে।