সাতক্ষীরার সাবেক সিভিল সার্জনসহ ২ জনের বিরুদ্ধে মামলা করবে দুদক

দুর্নীতি দমন কমিশন (দুদক)সাতক্ষীরার সাবেক সিভিল সার্জন ডা. তওহীদুর রহমানসহ দুজনের বিরুদ্ধে ৪১ লাখ ৪২ হাজার টাকা আত্মসাতের অভিযোগে দুটি মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুদক প্রধান কার্যালয় মামলা দুটির অনুমোদন দেয় বলে জানান দুদক পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য।
অন্যজন হলেন ঠিকাদারি প্রতিষ্ঠান বেনিভোলেন্ট এন্টারপ্রাইজের প্রোপ্রাইটর মো. শাহিনুর রহমান।
দুদক জানায়, সাতক্ষীরার সাবেক সিভিল সার্জন ডা. তওহীদুর রহমান সাতক্ষীরা মেডিক্যাল অ্যাসিসটেন্ট স্কুল (ম্যাটস) ও সাতক্ষীরা ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির (আইএইচটি) সাবেক অধ্যক্ষও। তিনি শাহিনুরের সঙ্গে যোগসাজশে ২০১৭-১৮ অর্থবছরে ম্যাটস-এর জন্য নিম্নমানের খেলাধুলার সামগ্রী বেশি দামে কেনা দেখিয়ে ২০ লাখ ৮০ হাজার ৬৫০ টাকা এবং একই অর্থবছরে আইএইচটির কেনাকাটায় অনিয়ম করে ২০ লাখ ৬১ হাজার ১৫০ টাকা আত্মসাৎ করেন। এ কারণে তাদের বিরুদ্ধে দণ্ডবিধির তিনটি ধারাসহ দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় দুটি মামলার অনুমোদন দেওয়া হয়েছে।