একসঙ্গে কাজ করবে ঢাকা ট্রিবিউন ও যুক্তরাজ্য দূতাবাস

 

ঢাকা ট্রিবিউনের কার্যালয়ে যুক্তরাজ্যের রাষ্ট্রদূত রবার্ট চ্যাটার্টন ডিকসন

গুরুত্বপূর্ণ বিষয়ে জনগণের জন্য একসঙ্গে কাজ করার বিষয়ে একমত হয়েছে ইংরেজি দৈনিক ঢাকা ট্রিবিউন ও ঢাকাস্থ যুক্তরাজ্য দূতাবাস। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ঢাকা ট্রিবিউনের কার্যালয় পরিদর্শনে আসেন যুক্তরাজ্যের রাষ্ট্রদূত রবার্ট চ্যাটার্টন ডিকসন। যুক্তরাজ্যের রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে সংবাদপত্রটির বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত করেন ঢাকা ট্রিবিউনের সম্পাদক জাফর সোবহান।

এসময় ভবিষ্যৎ সহযোগিতার বিষয়ে একমত পোষণ করেন যুক্তরাজ্যের রাষ্ট্রদূত ও ঢাকা ট্রিবিউনের সম্পাদক। ঢাকা ট্রিবিউনের কার্যালয় পরিদর্শনের সময়ে রাষ্ট্রদূত বলেন, যেকোনও গণতন্ত্রে সংবাদপত্রের স্বাধীনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পত্রিকার জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গেও মতবিনিময় করেন তিনি। জনগণের জন্য বিভিন্ন ধরনের কাজ করার জন্য গণমাধ্যমের প্রশংসা করেন রবার্ট ডিকসন।