‘মুজিববর্ষে মোদিকে স্বাগত জানানো মানে মুসলমানের রক্তের সঙ্গে বেইমানি’

আহলে সুন্নতের মানববন্ধনভারতে মুসলমান হত্যা ও মসজিদে অগ্নিসংযোগের ঘটনায় জাতিসংঘের কাছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিচার দাবি করেছে আহলে সুন্নত ওয়াল জামা’আত বাংলাদেশ।

সংগঠনের নির্বাহী মহাসচিব আল্লামা আবুল কাশেম মুহাম্মদ ফজলুল হক বলেন, ‘মোদিকে বাংলাদেশে মুজিববর্ষে স্বাগত জানানো মানে মুসলমান রক্তের সঙ্গে বেইমানি করা। যারা মুসলমানের রক্ত ও পবিত্র মসজিদে আগুন দিতে পারে তারা অন্তত মানবতাবাদী হতে পারে না। দেশ ও জাতি তথা বিশ্বের কাছে তাদের একটা পরিচয় তারা, হত্যাকারী। এসব কর্মকাণ্ডের জন্য মোদির শাস্তি হওয়া উচিত। জাতিসংঘের কাছে মোদির শাস্তি দাবি করছি।’

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।

তিনি আরও বলেন, ‘মোদির নির্দেশনায় ভারতে  মুসলমান হত্যা ও মসজিদে অগ্নিসংযোগ করা হচ্ছে। গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালে তার নির্দেশে যেভাবে হত্যাযজ্ঞ, লুণ্ঠন,নারী ধর্ষণের ঘটনা ঘটেছিল তার পুনরাবৃত্তি করছেন প্রধানমন্ত্রী হয়ে। দ্বিগুণ উৎসাহে তিনি দিল্লিতে এ ধরনের কর্মকাণ্ড করছেন।’

মানববন্ধনে সংগঠনের প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মুজাফফর আহমদ মুজাদ্দেদী, যুগ্ম-মহাসচিব কাজী মুবারক হোসেন ফরাজীসহ সংগঠনের কর্মীরা উপস্থিত ছিলেন।