শনিবার (৭ মার্চ) জাতীয় প্রেস ক্লাবে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ আয়োজিত ‘ত্বকী হত্যা ও বিচারহীনতা ৭ বছর’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ দাবি জানান।
তিনি বলেন, ‘রাজনীতিটা এমন সর্বগ্রাসী হয়েছে যে আমরা ধর্ম, শিক্ষা, আইন ব্যবস্থা যাই বলি, সবকিছুকে তারা গিলে খেয়েছে, সঙ্গে গণমাধ্যমকে গ্রাস করেছে। আমরা এই অবস্থার পরিবর্তন চাই।’
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, ‘ত্বকীর ঘটনা একটা রাজনৈতিক হত্যাকাণ্ড। তার বাবাকে শায়েস্তা করতেই এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। আমরা এই রাষ্ট্র, সমাজ চাইনি। অবশ্যই ত্বকী হত্যার বিচার করতে হবে। ইতিহাস কখনও খুনিদের ক্ষমা করবে না।’
গোলটেবিল বৈঠকে আরও উপস্থিত ছিলেন সাবেক সচিব শফিকুল ইসলাম ভূঁইয়া, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক শাহ আলম, আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, সাংবাদিক মিজানুর রহমান খান প্রমুখ।