করোনা লক্ষণ পেলে আইইডিসিআরে যোগাযোগের অনুরোধ, আছে ১৩টি হটলাইন

আইইডিসিআরের সংবাদ সম্মেলন

বিদেশ থেকে আসা কারও মধ্যে যদি কোভিড-১৯ এর লক্ষণ দেখা যায় তাহলে তাদেরকে অন্য কোথাও না গিয়ে সরাসরি জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান ( আইইডিসিআর) এর হটলাইনে যোগাযোগ করার অনুরোধ করেছে আইইডিসিআর।

আজ সোমবার ( ৯ মার্চ) আইইডিসিআর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

তার আগে আইইডিসিআর পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, গতকাল কোভিড-১৯ আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার পর তাদের হটলাইনে গতকাল বিকাল পাঁচটা পর্যন্ত কল এসেছে ৫০৯টি, যার মধ্যে কোভিড-১৯ নিয়েই কল ছিল ৪৭৯ টি। তবে অনেকেই তাদের জানিয়েছেন, প্রতিষ্ঠানটির হটলাইন নম্বরগুলোতে কল করা যাচ্ছিল না, সবসময় ব্যস্ত পাওয়া যাচ্ছিল।

তারই পরিপ্রেক্ষিতে তারা আগের চারটি নম্বরের সঙ্গে আরও আটটি নতুন হটলাইন নম্বর সংযুক্ত করেছেন।

নম্বরগুলো হচ্ছে ০১৪০১১৮৪৫৫১, ০১৪০১১৮৪৫৫৪, ০১৪০১১৮৪৫৫৫, ০১৪০১১৮৪৫৫৬, ০১৪০১১৮৪৫৫৯, ০১৪০১১৮৪৫৬০, ০১৪০১১৮৪৫৬৩, ০১৪০১১৮৪৫৬৮। আর আগের নম্বরগুলো হচ্ছে ০১৯২৭৭১১৭৮৪, ০১৯২৭৭১১৭৮৫, ০১৯৩৭০০০০১১, ০১৯৩৭১১০০১১। এছাড়াও স্বাস্থ্য অধিদফতরের স্বাস্থ্য বাতায়ন নামে পরিচিত ১৬২৬৩ নম্বরে কল করেও সেবা নেওয়া যাবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিঙ্গাপুর, আরব আমিরাত, ইতালি ছাড়া অন্য কোনও দেশে এখন পর্যন্ত আর কোনও বাংলাদেশি আক্রান্ত হননি। সিঙ্গাপুরে আক্রান্ত পাঁচজনের মধ্যে তিনজন হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন, আইসিইউতে থাকা একজনের অবস্থার উন্নতি হয়নি, আরেকজনও রয়েছেন চিকিৎসাধীন।

অপরদিকে, চীনের উহান থেকে দিল্লিতে আসা ২৩ জন বাংলাদেশিকে দিল্লি থেকে ৪০ মাইল দূরের একটি হাসপাতালে কোয়ারেন্টাইন করে রাখা হয়েছে।