বাসার নিরাপত্তা নিয়ে শিক্ষা উপমন্ত্রীর উদ্বেগ

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীরাজধানীর বনানী ৯ নম্বর সড়কে একটি ভাড়া বাসায় থাকেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। বাসার নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। মঙ্গলবার (১০ মার্চ) তার ফ্ল্যাটের এক ফ্লোর নিচের ফ্ল্যাটে গ্রিল কেটে চুরি হয়েছে। বুধবার (১১ মার্চ) শিক্ষা উপমন্ত্রী জানান, এর আগে একাধিকবার উপমন্ত্রীর পক্ষ থেকে বাসার নিরাপত্তা বাড়ানোর জন্য বনানী থানাকে বলা হয়েছে।

যথাযথ নিরাপত্তা ব্যবস্থা না নেওয়ায় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে লিখিত অভিযোগ করবেন বলেও জানিয়েছেন মহিবুল হাসান চৌধুরী। 

তিনি জানান, মঙ্গলবার রাতে গ্রিল কেটে নিচের বাসায় চুরির ঘটনার পর আবারও নিরাপত্তার বিষয়টি জোরদার করার জন্য বনানী থানাকে অবহিত করা হলে একজন এস আই ঘটনাস্থল পরিদর্শন করে যান। নিরাপত্তা ব্যবস্থা জোরদার না করে বনানী থানার ওই কর্মকর্তা গ্রিল মেরামতের পরামর্শ দিয়ে গেছেন।

তবে এ ধরনের কোনও চুরি ঘটনার বিষয়ে জানা নেই বলে মন্তব্য করেছেন বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম মিয়া। তিনি বলেন, ‘মঙ্গলবার রাতে এমন কিছু ঘটেছে কিনা আমার জানা নেই। আমি খোঁজ নিয়ে জানাতে পারবো।’