ঢাকার একটি মসজিদে নামাজ পড়তে না আসার অনুরোধ

বিসিএসআইআর কেন্দ্রীয় জামে মসজিদ

করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে মসজিদে না এসে আপাতত কিছুদিন বাসায় নামাজ পড়ার আহ্বান জানিয়েছে রাজধানীর সায়েন্সল্যাবের একটি মসজিদ।  আজ (১৮ মার্চ) বিকালে পৌনে ছয়টায় মাগরিবের নামাজের আগে সায়েন্সল্যাব স্টাফ কোয়ার্টারের বিসিএসআইআর কেন্দ্রীয় জামে মসজিদ থেকে মাইকে ঘোষণা দিয়ে কোয়ার্টারের বাসিন্দাদের প্রতি এই অনুরোধ জানানো হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক মসজিদের এক খাদেম ওই ঘোষণার সত্যতা স্বীকার করেছেন। তিনি বলেন, করোনা ভাইরাসে যাতে কেউ আক্রান্ত না হন সেই সতর্কতার জন্য কোয়ার্টারের স্টাফদের মসজিদে না আসতে অনুরোধ করা হয়েছে।

এরপর মসজিদটিতে মাগরিবের নামাজের সময় দেখা গেছে, অল্পকিছু সংখ্যক স্থানীয় বাসিন্দা ও স্থানীয় দোকানদার ও কর্মচারী জামাতে অংশ নেন।

মসজিদে মাগরিবের নামাজ পড়তে আসা স্থানীয় দোকানদার তুহীন রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এটা মসজিদ কমিটির সিদ্ধান্ত। তারা চান করোনা ভাইরাস যেন কোয়ার্টারের স্টাফদের মাঝে না ছড়ায়। তবে আশপাশের মুসল্লিদের আসতে মানা করা হয়নি। তবে আল্লাহর ঘর, আমি নামাজ পড়বোই। সৃষ্টিকর্তা চাইলে মৃত্যু যে কোনও সময়ই হতে পারে।’

নিষেধ করার কারণটি উল্লেখ করেন মসজিদের খাদেম ও মুয়াজ্জিন আরিফুল ইসলাম। বললেন, বাইরের লোকজনকে তো নিষেধ করা যায় না। তাই স্টাফদের বলা হয়েছে যেন একটা সাইড অন্তত সেভ থাকে। কখন কী হয় বলা তো যায় না।

প্রসঙ্গত মঙ্গলবার (১৭ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিদেশফেরত ব্যক্তি, করোনার লক্ষণযুক্ত ব্যক্তি এবং জ্বর-হাঁচি-কাশিতে আক্রান্ত ও অসুস্থ ব্যক্তিদের মসজিদে না যাওয়াসহ জনসমাগম পরিহারের পরামর্শ দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আনিস মাহমুদ বলেন, ‘বিশ্বের বিভিন্ন দেশে করোনা ভাইরাস মহামারি আকার ধারণ করায় দেশে একটি বিশেষ অবস্থা বিরাজ করছে। আন্তর্জাতিক ফ্লাইট বন্ধসহ অভ্যন্তরীণ যোগাযোগ সীমিত করা হয়েছে। বিশ্বে প্রতিদিন মানুষের মৃত্যুর সংবাদ পাওয়া যাচ্ছে এবং নতুন নতুন লোক করোনায় আক্রান্ত হচ্ছে। বাংলাদেশেও সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সরকার শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণাসহ বেশকিছু নির্দেশনা প্রদান করেছে। জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপন কর্মসূচি সংকুচিত করা হয়েছে। জনসমাগম পরিহারের নির্দেশ প্রদান করা হয়েছে। গুজব-আতঙ্ক ও বিভ্রান্তি ছড়ানোর মাধ্যমে জনমনে ভীতির সঞ্চার করা থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।’

এছাড়াও একইদিনে সৌদি আরবের সংবাদ সংস্থা এসপিএ নিশ্চিত করেছে, করোনা ভাইরাস মোকাবিলায় সৌদি আরবে মসজিদে হারাম ও মসজিদে নববী ছাড়া সব মসজিদে নামাজ স্থগিত করেছে দেশটি। এই প্রাণঘাতী ভাইরাসের বিস্তার ঠেকানোর অংশ হিসেবে সারাদেশের সব মসজিদের প্রধান জামাত ও শুক্রবারের জুমার নামাজ স্থগিত করে রিয়াদ। এর আগে মক্কানগরীর কাবা শরীফেও জনসমাগম এড়াতে ওমরাহ হজ স্থগিত ঘোষণা করেছে দেশটি। এছাড়াও বিশ্বের বিভিন্ন দেশের মসজিদে নামাজ আদায় স্থগিত রাখা হয়েছে।

আরও পড়ুন:

বিদেশফেরত, জ্বর হাঁচি কাশি আক্রান্তদের মসজিদে না যাওয়ার পরামর্শ

হারাম শরিফ ও নববী ছাড়া সৌদি আরবের সব মসজিদে নামাজ স্থগিত