রাঙামাটিতে হামে আক্রান্ত ১৭১ শিশুকে চিকিৎসাসেবা সেনাবাহিনীর

রাঙামাটিতে শিশুদের হামের চিকিৎসা দিচ্ছেন সেনাবাহিনীর চিকিৎসকরা। (ছবি: আইএসপিআর)

পার্বত্য চট্টগ্রামে হামে আক্রান্ত ১৭১ শিশুসহ ২০২ রোগীকে চিকিৎসা ও মানবিক সহায়তা দিয়েছে সেনাবাহিনী। গত আড়াইমাসে  রাঙামাটির সাজেক ইউনিয়নের দুর্গম শিয়ালদাহ এলাকায় হাম রোগ মহামারি আকারে ছড়িয়ে পড়ে। এতে ৮ শিশুর মৃত্যু হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, রাঙামাটির সাজেকের পাহাড়ি দুর্গম এলাকায় মহামারি আকারে হাম ছড়িয়ে পড়ায় গত ২৪ মার্চ সেনাবাহিনীর একটি চিকিৎসক দল ওই এলাকায় যায়। চিকিৎসক দলটি গত ২৪ থেকে ২৮ মার্চ পর্যন্ত ১৭১ শিশুসহ ২০২ জন রোগীকে চিকিৎসার পাশাপাশি মানবিক সহায়তা দেয়। 

এছাড়াও ওই এলাকায় একই পরিবারের অপুষ্টিজনিত রোগসহ নিউমোনিয়ায় আক্রান্ত আরও ৫ শিশুর জীবন বাঁচাতে গত ২৫ মার্চ সেখান থেকে হেলিকপ্টারযোগে তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে আক্রান্ত শিশুরা সম্পূর্ণ আশঙ্কামুক্ত রয়েছে।