উরসে না এসে অসহায় মানুষের পাশে দাঁড়ান: সৈয়দ সাইফুদ্দীন

22মাইজভান্ডারি দরবার শরিফের গাউছুল আযম মাওলানা সৈয়দ গোলামুর রহমানের বার্ষিক উরসে না এসে গরিব অসহায় মানুষের মাঝে খাবার ও ত্রাণ সামগ্রী বিতরণ করতে ভক্তদের প্রতি আহ্বান জানিয়েছেন দরবারের ইমাম সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী।

মঙ্গলবার (৩১ মার্চ)  রাজধানীর মিরপুরে শাহ্ আলীবাগে প্রায় তিন হাজার পরিবারের মাঝে খাবার ও ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এ আহ্বান করেন। আঞ্জুমানে রহমানিয়া মইনিয়া মাইজভান্ডারিয়া ও মইনিয়া যুব ফোরামের সহযোগীতায় গত ২২ মার্চ থেকে ত্রাণ বিতরণ কাজ করা হচ্ছে দেশের বিভিন্ন স্থানে। স্বেচ্ছাসেবকরা রান্না করা খাবারের পাশাপাশি চাল, ডাল, তেল, আটা, আলু, পেঁয়াজসহ নিত্য পণ্য সামগ্রী  এবং   মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, সাবান বিতরণ করছেন।

সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভান্ডারি ট্রাস্টের চেয়ারম্যান সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী বলেন, ‘করোনা পরিস্থিতিতে মানবতার এমন বিপর্যয় নিকট অতীতে বিশ্ববাসী কখনও দেখেনি। সারাবিশ্বের ন্যায় আমাদের দেশেও আজ  মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষেরা গভীর খাদ্য সংকটের সম্মুখীন। এখন তাদের মুখে খাবার জোগাতে না পারলে পরিস্থিতি আরও নাজুক হবে। তাই  অসহায়, কর্মহীন, আয় রোজগার না থাকা মানুষের পাশে দাঁড়াতে হবে সরকারের পাশাপাশি দেশের বিত্তবানদেরকেও। গরিব পরিবারের মুখে খাবার জোগানো এবং তাদের দুঃখ-দুর্দশা দূর করতে এগিয়ে আসাই হচ্ছে এখন প্রধান মানবিক দায়িত্ব।’

দেশের দরবার, খানকা, মাজারের পীর মাশায়েখ ও ওলামাদের  নিজ নিজ এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক দায়িত্ব পালনেরও অনুরোধ জানান সৈয়দ সাইফুদ্দীন আহমদ। তিনি বলেন, ‘সরকারের নির্দেশনা মেনে নিজে সচেতন হোন, অন্যকে সচেতন করুন ও নিরাপদে থাকুন। গুজবে কান দেবেন না।’