বনশ্রী ন্যাশনাল আইডিয়ালের ৬শ’ শিক্ষক উপস্থিত হওয়ার নির্দেশ প্রত্যাহার

1

করোনাভাইরাসের প্রকোপে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলেও রবিবার (৫ এপ্রিল) রাজধানীর বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুলের প্রায় ৬শ’ শিক্ষক ও কো-অর্ডিনেটরদের প্রতিষ্ঠানে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছিল।
তবে বাংলা ট্রিবিউনে বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশের পর শনিবার (৪ এপ্রিল) রাতে ওই নির্দেশ প্রত্যাহার করা হয়েছে। প্রত্যাহার করা ওই নোটিশে আগামী ৯ এপ্রিল পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানের সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।
এর আগে প্রধান শিক্ষক শেখ ফরিদ আহম্মদ গত ১ এপ্রিল নোটিশের মাধ্যমে প্রতিষ্ঠানটির সব শিক্ষককে রবিবার (৫ এপ্রিল উপস্থিতি থাকার নির্দেশ দেন। শনিবার (৪ এপ্রিল) বিকালে প্রধান শিক্ষক নোটিশের বিষয়ে বলেন, ‘ব্যাংক একাউন্ট করা জন্য ডাকা হয়েছে। ’
তবে বাংলা ট্রিবিউনে প্রতিবেদন প্রকাশের পর প্রধান শিক্ষক শেখ ফরিদ আহম্মদের সই করা গত ১ এপ্রিলের নোটিশটি প্রত্যাহার করে নতুন নোটিশ দেওয়া হয়।