প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে এক দিনের বেতনের টাকা দেবে ইউজিসি

ইউজিসি

দেশে করোনাভাইরাসের সংকট মোকাবিলায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান, সদস্য এবং সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীর এক দিনের সমপরিমাণ বেতনের  অর্থ প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে অনুদান দেওয়া হবে। মঙ্গলবার (৭ এপ্রিল) মঞ্জুরি কমিশনের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ইউজিসির জনসংযোগ ও তথ্য অধিকার বিভাগের পরিচালক ড. শামসুল আরেফিনের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়— প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে চেয়ারম্যান, সদস্য এবং সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীর এক দিনের সমপরিমাণ বেতনের  অর্থ দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। শিগগিরই অনুদানের এ অর্থ সরকারের কাছে হস্তান্তর করা হবে।